বীরপুরুষ ও কাপুরুষ
ভূত পেত্নী,দত্যি দানায়
করি না কো ভয়,
ভীরু যারা,কাপুরুষ তারা,
বীরপুরুষ জয়ী হয়।
মনের যে ভয়,সে বড় হয়,
এসবের নেই অস্তিত্ব,
অন্ধকারের দুর্বল মন,
অজ্ঞানে ভরা চিত্ত।
সেদিন দেখি আঁধার রাতে
আবছা চাঁদের আলো ছায়ায়--
দাঁড়িয়ে আছে কে যেন ওই
ঘোমটা মাথা দোলা হাওয়ায়!
যদি ভীরু জন,দেখত এমন
নির্ঘাত পড়তো ফিট্,
আমি কিন্তু নয়,দূরে ফেলে ভয়
এগিয়ে করলাম মিট্।
কিচ্ছুটি নয়,কলার পাতা,
বাতাস দোলায় আধ-আঁধারে,
নিঝুম রাতের মনের ভ্রমে
যেন ঘোমটা বৌ বনবাদাড়ে!
দুষ্ট ছেলের ঘুম পাড়ানির
ঠাকুমার এ গল্প গাঁথা,
ভালই শুনতে,মনের একান্তে,
আসলে সব কল্প কথা !
তাপসকিরণ রায়
জবলপুর, মধ্যপ্রদেশ
- বিস্তারিত
- লিখেছেন তাপস কিরণ রায়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
চিড়িয়াখানা
আমার ছোট্ট চিড়িয়াখানায়,
আছে বাঁদর, বেজি, কাঠবিড়ালি।
আছে হরেক রকম পাখি।
তোতা, ময়না, কাকাতুয়া
কি নেই আর বাকি?
বাড়ির সব অতিষ্টপ্রায় বকাবকি চলতে থাকে।
ভালবাসার এ সংসার, বল’ত ভাই বোঝাই কাকে?
মজা লাগে যখন পোষা
কুকুর কেউ রাখতে আসে।
যাচ্ছে হয়ত দিল্লি –আগ্রা
কিম্বা কলকাতার আশেপাশে।
এত বড় জন্তু দেখে,
চেঁচায় পাখি সব তারস্বরে।
বেজি, বাঁদর ভয় পায়না
অচেনা কুকুর ভয়ে মরে।
মা –জ্যেঠিদের ঘুম হয়না
গাল দেয় ওটা বদ্ধ পাগল
আমি তখন খেলছি স্কুলে
আমার কোন নেই হেল দোল।
মজার ব্যাপার শুনবে তবে;
দিন কতক যেই পার হয়ে যায়
বেজি, বাদঁর, কুকুর খেলে
রাগ- ভয় যেন কোথায় পালায়।
অচেনা সব জন্তুগুলো
ক’দিনে কেমন মিলে মিশে যায়।
চেনা মানুষ মরছে লড়ে
কোন সে স্বার্থে, কিসের দায়?
সমর চট্টোপাধ্যায়
গড়িয়া গার্ডেন্স, কলকাতা
- বিস্তারিত
- লিখেছেন সমর চট্টোপাধ্যায়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
ছড়ার দেশ
মনে মনে লিখছি ছড়া
ছড়ার ছ্যাকড়া ছুটছে জোরে
হঠাৎ দেখি পৌঁছে গেছি
স্বপ্ন রাজ্যে ছড়ার ঘোরে।
ভারি সুন্দর ছড়ার এ দেশ
সেথা শিশু মেলার হট্টগোল
কচি-কাঁচা, তোমার আমার
(শুধু) সবুজ মনের কলরোল।
ভাষার কোন নাইকো বাধা
ছন্দ মিলের গলা সাধা
সেথা লাল সবুজের নেই কো দ্বন্দ্ব
সবাই আপন, পর তো নয়
ছড়ার দেশে সবাই রাজা
ছড়া ছড়াক বিশ্বময়।
সমর চট্টোপাধ্যায়
গড়িয়া গার্ডেন্স, কলকাতা
- বিস্তারিত
- লিখেছেন সমর চট্টোপাধ্যায়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা