দাদু বলে,"বল দেখি, নাতনি--
আকাশটা আসলে কি ?"
নাতনি বলে,"পাখি ওড়ে, পাখি ঘোরে --
আকাশকে পাখিদের মাঠ, বলে কি ?"
দাদু বলে."এই চোখে আমরা কিন্তু
বেশী দূর দেখি না,
আকাশ আসলে শূন্য--
কথা কিন্তু মেকি না !"
দাদু বলে,"বল দেখি
আকাশে লাল রঙ কোথা থেকে আসে ?"
নাতনি বলে,"জানি, বলেছে দিদুন,
সকাল সন্ধ্যায় সূর্য যখন হাসে !"
--"রাতে বল, কেন ওঠে চাঁদ ?"--
এবার নাতনি বলে,"বল দেখি, দাদু ?"
দাদু বলে,"নক্ষত্র ও গ্রহের ফের--
ভেবো না কোন জাদু !"
নাতনী বলে,"ভুল ভুল,
চাঁদ রাতের আলো, গরীবের ঘরে।"
দাদু হেসে ব"লে ওঠে,
"তাই বুঝি চাঁদ ওঠে তাহাদের তরে !"
ছবিঃ অর্কপ্রিয়া কোলে