খোকার মনে নানান রকম প্রশ্ন যায় খেলে,
খুশি তবেই হবে সে, উত্তর যদি মেলে।
রাতে ওঠে চাঁদমামা, দিনে কেন রবি?
আকাশে কে আঁকলো বলো, রঙবেরঙের ছবি?
কে ঢালে জল আকাশ থেকে, ওখানে কে থাকে?
বর্ষাকালে কেমন করে মেঘ গুলি বা ডাকে?
পাখি ওড়ে নীল আকাশে, মাছ জলেতে চলে?
রাতে বলো জোনাকিরা কেমন করে জ্বলে?
পাকলে কলা হলুদ কেন, চুল পাকলে সাদা?
এসব প্রশ্ন খোকার কাছে মস্ত এক ধাঁধা।
কে বেঁধেছে কাকাতুয়ার মাথায় লাল ফিতে?
টিয়া পাখি চায় কেন ঝাল লঙ্কা খেতে?
রাতের বেলা ঘুমাই কেন, দিনে জেগে রই?
মা-ঠাকুমা আমার মতো পড়েনা কেন বই?
ছবিঃ অঙ্কিতা নস্কর