লাল-নীল বা হলদে-সবুজ, সাদা-শ্যামলা-কালো
কোন রং-ই নয় মন্দ, সব রং-ই ভাল;
সব রঙেরই ভাল গুলি নিয়ে একটু করে;
ভাল যত ছবি আঁকো মন-ক্যানভাস জুড়ে;
গাছ-ফুল-ফল-বেড়াল-চড়াই-ফড়িং-প্রজাপতি,
ধবল পাহাড়, নীল নদী আর সবুজ প্রকৃতি;
গোরুর গাড়ি, বাক্স-বাড়ি, ক্ষেতের পাকা ধান
মায়ের কোলে শিশুর হাসি, খুকুমণি্র গান।।
তবে,
আছে কিছ দুষ্টু মানুষ , একটুও নয় ভাল,
লালের সাথে মেশায় ধূসর, নীল কিংবা কালো,
হিংসা দিয়ে গুলিয়ে আঁকে ছবি কষ্টে ভরা -
মহামারি -হানাহানি-বন্যা-যুদ্ধ-খরা,
ভাগাভাগি, কাড়াকাড়ির কুটিল জোটেই সুখ-
তাদের হিসেব খাতা জুড়ে দুঃখী যত মুখ।।
তাই,
ভাল ছবি আঁকলে র'বে মনটা সদাই খুশি,
খারাপ ছবি আঁকলে মুখের হারিয়ে যাবে হাসি।
রামধনু রং যত তোমার সদাই সঙ্গ দেবে-
কোন পথটা বাছবে তুমি এবার দেখ ভেবে ।।
ছবিঃ মনামী দেবনাথ