যখন সন্ধ্যে সবে নামছে
আর পাখিরা সব ফিরছে
অনেকদূরে দেখছে খুকু
রাতপরী ওই আসছে
তার আষাঢ়কালো চুল
তার ধূমকেতু-রং দুল
তাকে গন্ধে সাজায়, খুশি জানায়
রাতজাগা সব ফুল।
সে ফুঁ দিয়ে ওই ঠাণ্ডা করে
সুয্যিজেঠুর রাগ
সে ঘুমের চাদর বিছিয়ে বলে,
"আর না খুকু জাগ্ ।"
তার ওড়না তারায় ছাওয়া
কত স্বপ্ন-হাসি-মায়া
তার গানের সুরটি ছড়ায় মিঠে
রাতনিশুতির হাওয়া
এই চাঁদ-গলানো রাতে
যখন উৎসবে সে মাতে
তুমি-আমি জানতে না পাই
ঘুমিয়ে পড়ি তাতে।
যখন ভোরের আলো ফোটে
আর শুকতারা ওই ওঠে
সে রাতপরীকে ঝাঁকিয়ে বলে
"পাগলী, এবার ঘুমো!"
পরী মুচকি হেসে, ভালোবেসে
দেয় তাকে এক চুমো।
সে জানলাতে দেয় উঁকি
খুব আস্তে বলে, “টুকি!”
দেখে খুকুর মুখে আঁকছে যে ভোর
আলোর আঁকিবুঁকি।
শালকুয়াশা মুড়ি দিয়ে
রাতপরী যায় চলে
"আসবো, আবার আসবো"
কানে গুনগুনিয়ে বলে।
ছবিঃ মিতিল