তাতার চিঠি
ইস্কুল তুই কেমন আছিস? আমি আছি ভালো।
করোনা নিয়ে করিস চিন্তা? মুখটা করে কালো?
মাঠে খেলতে মানা এখন।অফিস যায় না বাবা।
বাজার যায় মাস্ক পরে। কী বিচ্ছিরি সাজা।
অনলাইনে ক্লাস চলছে।বাড়ির মধ্যে স্কুল।
যতই শিখি বানান, অঙ্ক- মন ভাবছে ভুল।
মন চাইছে তোর কাছে যাই, বন্ধুরা সব আসবে
ইস্কুলরে তোর সাথে, সবাই খেলতে ভালবাসবে।
চুপিচুপি বলছিরে শোন, আজ রোল বানাচ্ছে মা,
ফুচকা খেতে মন করে খুব। তুই একাই খা।
নীলুর চিঠি
কাল হল সয়াবিন, খুব টেস্টি ছিল ঝোল
ঘরের পাশে ভেঙ্গে গেছে ইলেকট্রিকের পোল।
গুনতে পারি, চিনতেও পারি 'ক' এর থেকে 'হ'
অনেক লেখা ভুলে গেছি । কেমন যেন 'প'
ইস্কুল তুই হয়ে যাবি নাকি 'করেনটাইন ছেন্তার'
দূর থেকে যারা বাড়ি ফিরবে, তারাই পড়বে এইবার?
বাবা আছে দূর শওরে। ওখানে নাকি খুব ভয়!
করোনা বলে কী এক রোগ, করছে খুব নয় ছয়।
খুলবে যখন পড়ার কেলাস, তখন আবার যাবো
ডিমের ঝোলে ভাত মেখে তাড়াতাড়ি খাবো।
শিলু কিন্তু আর যাবে না, কেলাস করতে ।সত্যি!
ও যাবে ফের বাজির অফিস রোজকার কত্তি।
আমি কিন্তু পড়া শিখবো দিদিমনি কে বলিস,
অনেক দিন পরে যাব।আমাকে না ভুলিস।
ছবিঃ মিতিল