বাপরে! তোমায় বলব কী আর,হয় যে ভীষন রাগ,
বাজার গিয়ে আমের দেখি,হাজার রকম ভাগ।
কেউ যে বলে ল্যাংড়া কিনুন, কেউ বা বলে রানী,
কেউ বা গোলাপখাসে আসল সোয়াদ জানি।
কেউ এগিয়ে গর্বে বলে, আমার দুহাত টেনে,
হিমসাগরের নেই তুলনা, তাই তো সবাই কেনে।
কেউ বা চেঁচায় আলফানসোই সব আমেদের সেরা!
কেউ বা বলে গোপালভোগের মূল্য বোঝে এরা!
কেউ বা বলে, আম্রপালী, ফজলি নেবেন দাদা?
আমের এত রকম দেখে, লাগলো আমার ধাঁধা।
হঠাৎ দেখি বিক্রেতারা করতে আমের বড়াই,
কোনটা ভালো, সেইটে নিয়ে, বিষম লাগায় লড়াই।
অগত্যা আর করব কী যে! যুদ্ধে সবাই মত্ত,
বাজার থেকে নিলাম কিনে এককিলো আমসত্ত্ব।
গ্রাফিকঃ মিতিল