মা দুগগার সিংহ বাহন
শিব-ঠাকুরের ষাঁড়,
নানা রকম বাহন দেখি
রয়েছে সব্বার।
ময়ূর চড়ে কার্ত্তিকদা
ঘুরছে দিকবিদিক,
হাঁসে চড়ে বিদ্যাদেবী
হাসছেন ফিকফিক।
পেঁচায় চড়ে লক্ষ্মী-ঠাকুর
যাবেন ঘরে ঘরে,
গণেশ ভায়া আস্তে সুস্তে
বেড়ান ইঁদুর চড়ে।
একটা বাহন আমারও চাই
ঘুরবো মজা করে,
নানান দেশে ঘোরার তরে
মন যে কেমন করে!
হাতি-ঘোড়া বাঘ-ভাল্লুক
চাই না আমার মোটে,
একটা যদি ডানাওয়ালা
পক্ষীরাজ জোটে!
বাহন আমার বাধ্য হবে
যা বলি তা শুনবে,
যখন আমি পড়ব পড়া
চুপটি করে রইবে।
পড়া শেষে দুইজনেতে
ছাদে উঠে যাব,
ঘাড়ের কেশর আঁচড়ে দিয়ে
ছোলা খেতে দেব।
তারপরে ওর পিঠে চেপে
লাগামখানা কষে,
বলব আমি, চল্ না উড়ে
নিরুদ্দেশের দেশে!
ছবিঃ শিল্পী ঘোষ