চেক রিপাবলিকের রাজধানী প্রাগ হল ইওরোপিয়ান ইউনিয়নের প্রধাণ বড় নগরগুলির মধ্যে একটি। এই মহানগরের মধ্যে দিয়ে বয়ে গেছে ভোলটাভা নদী। প্রাগের ইতিহাস প্রায় ১১০০ বছরের পুরনো, আর ১৯৯২ সাল থেকে প্রাগের ঐতিহাসিক কেন্দ্রস্থলটিকে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। 'সিটি অফ আ হান্ড্রেড স্পায়ারস' নামে পরিচিত এই মহানগরের ছবি এবার ইচ্ছামতীর পাতায়। প্রাগের অ্যালবাম দেখতে দেখতে হয়ে যাক এই মহানগরে এক মানসভ্রমণ।