একদিন একটা লোক গাড়ি করে যাচ্ছিল।
হঠাৎ গাড়ির মাথায় এসে একটা বিরাট বড় পাখি বসলো।
লোকটা একটা পাহাড়ের কাছে গিয়ে ভাবল, কী করে এতো উঁচু পাহাড়ে সে উঠবে।
তখন সে গাড়ির মাথায় বসে থাকা পাখিটাকে দেখল।
তারপরে সেই বিরাট পাখিটার পিঠে চড়ে, সে চলে গেলো পাহাড়ের মাথায়।
সেখানে একটা কলা গাছ দেখতে পেয়ে, সে কলা পেড়ে খেলো।
তারপর পকেট থেকে রং বার করে কলা গাছে রং লাগাতে লাগলো।
তখন পাহাড়ের জঙ্গল থেকে একটা হাতি এসে ওই কলাগাছটা লোকটার কাছ থেকে নিয়ে গেলো।
এবার লোকটা ভাবল বাড়ি যাই। কিন্তু পাখিটা তো চলে গেছে। সে পাহাড় থেকে কেমন করে নিচে যাবে?
তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে খুব সাবধানে পাহাড় থেকে হেঁটে হেঁটে নীচে নামলো, যাতে পাহাড়ের মাথার বরফে তার পা পিছলে না যায়।
তারপর গাড়িতে উঠে বাড়ি চলে গেলো।
গল্প লিখেছেঃ
শুভ্রজা চ্যাটার্জী
প্রথম শ্রেণি, সেন্ট জেনেভিভ, ব্রাসেল্স, বেলজিয়াম।
গ্রাফিকঃ মিতিল