হরিণছানা আর হাতিছানা গাড়ি করে যাচ্ছিল । হরিণছানার নাম তিতান, হাতির ছানার নাম তাতিম, দুজনে ভাই বোন । তিতান গাড়ি চালাচ্ছিল, তাতিম তার পাশে সিটবেল্ট পড়ে বসেছিল । তারা একটা বরফ ঢাকা পাহাড়ে যাচ্ছিল । সেইখানে সূর্য উঠেছিল, কিন্তু বরফ তখনও গলেনি । সেই পাহাড়ের পিছনে একটা হ্রদ ছিল । সেইখানে তিতান আর তাতিম পৌঁছাল। হ্রদের ধারে অনেক সূর্যমুখী ফুল ফুটেছিল। আবার সেখানে কলাগাছও
ছিল । গাছের ডালে মাছরাঙা পাখি বসেছিল। হ্রদের ধারে একটা কাঠের বাড়ি ছিল। সেই বাড়িটাতে তিতান আর তাতিম গেল । কিন্তু বাড়িটা অন্ধকার ছিল। টর্চ জ্বালাবার আগেই আলো জ্বলে উঠল। ওরা দেখল ওখানে এক লম্বা জাদুকর দাঁড়িয়ে আছে । জাদুকর ওদেরকে অনেক জাদু দেখাল, খেতেও দিল । তারপর নিজের টুপি থেকে ল্যাপটপ আর রঙ বার করে দিল।
গল্প লিখেছেঃ
শম সর্দার,
দ্বিতীয় শ্রেণি, এম ডি বি ডি এ ভি পাবলিক স্কুল, বাঁকুড়া
গ্রাফিকঃ মিতিল