প্যাঙ্গোলিন আর শুঁয়োপোকা রকেটে করে রামধনুতে গেল । সেখানে গিয়ে তারা দুটো রাখি খুঁজে পেল ।তারা সেই রাখীদুটো দুজন দুজনকে পরিয়ে দিল। তারপরে চাঁদের বুড়ির ঘরে গিয়ে চেয়ারে বসল । সেখানে টেবিলের উপর একটা ফ্যান ছিল। সেই ফ্যানটাকে প্যাঙ্গোলিন চালু করল। শুঁয়োপোকাটা সেই ফ্যানের পাশে বসল । বাড়ির বাগানে গিয়ে প্যাঙ্গোলিন একটা জবা ফুল তুলে আনল । ফুলটা ছোট ফুলদানিতে জলের মধ্যে রাখল । একটু পরে দুজনেরই ক্ষিদে পেল । হাত ধুয়ে দুজনে একটা টমেটো ভাগ করে খেল । তারপর আবার হাত ধুয়ে তারা তোয়ালেতে হাত মুছল।
গল্প লিখেছেঃ
শম সর্দার
দ্বিতীয় শ্রেণি,
এম ডি বি ডি এ ভি পাব্লিক স্কুল, বাঁকুড়া
গ্রাফিকঃ মিতিল