
ও মা দেখে যাও আকাশে কতবড় রামধনু। অতবড় রামধনুটা কে আঁকলো মা , সূয্যি ঠাকুর ? ওর হাতটা কি মস্ত বড়ো? আকাশে কোথায় সূয্যি ঠাকুরের বাড়ি ? মেঘের ভেতর দিয়ে রকেটে চড়ে কি যেতে হয় সেখানে ? আমি গাছে যত জবাফুল আছে, সবগুলো তুলে এই জামাকাপড় মেলার দড়িটা দিয়ে বেঁধে বড়-ও একটা রাখি বানিয়ে সূয্যিদেবের কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা, মা দেখো রামধনুর নীচের দিকটা মাটির সঙ্গে লাগানো। ছাদে উঠলে অনেক কিছু দেখা যায়। একা একা মা আবার ছাদে উঠতেও দেয় না। এখন তো ছাদ আর ঘর ছাড়া কোথাও যে যাওয়ার নেই।
গল্প লিখেছেঃ
ত্রিজিতা বর্মণ
তৃতীয় শ্রেণি, কৃষ্ণনগর পাবলিক স্কুল, কৃষ্ণনগর, নদীয়া।
গ্রাফিকঃ মিতিল