এক যে ছিল শুঁয়োপোকা।
সে একদিন একটা টমেটো নিয়ে ফুলের ওপর রাখলো।
ভাবলো পরে খাবে।
তখন জোরে বৃষ্টি শুরু হলো।
তখন শুঁয়োপোকা বসে রইলো বৃষ্টি থামার জন্যে।
তার একটু পরে আকাশে সুন্দর রামধনু হলো।
তখন সে গেলো টমেটোটা খেতে।
গিয়ে দেখলো টমেটোর গায়ে পুরো কাদা লেগে গেছে।
তখন সে একটা তোয়ালে এনে টমেটো টাকে ভালো করে মুছলো।
তারপর বসে বসে রামধনু দেখতে দেখতে টমেটো খেলো।
গল্প লিখেছেঃ
শুভ্রজা চ্যাটার্জী
প্রথম শ্রেণি, সেন্ট জেনেভিভ , ব্রাসেল্স, বেলজিয়াম।
গ্রাফিকঃ মিতিল