রিঙ্কিদের টম্যাটো গাছে একসাথে মোট দশটা টম্যাটো ধরেছিল । তার মধ্যে একটায় বাসা বেঁধেছিল সবুজ রঙের ছোট্টো একটা শুঁয়োপোকা । এই ফলের মধ্যেই গর্ত করে সে থাকত আর একটু একটু করে ফলটাকে খেত । টম্যাটো ফলের মধ্যে থেকে সে দেখতে পেত রিঙ্কিদের বাগানের বড়ো জবাগাছটা । কী টকটকে লাল ফুল ! সে ওই ফুলের মতো লাল হতে চাইত, নিজের সবুজ রংটা তার মোটেও পছন্দ ছিল না । সে আস্তে আস্তে বড়ো হল আর তার গুটি বাঁধার দিন এসে গেল । সেদিন যেই সে গুটি বাঁধতে শুরু করবে অমনি দেখতে পেল পশ্চিমের নীল আকাশে অপরূপ একটা ধনুক , সাত রঙের পটি বাঁধা । সে ভাবল মনে মনে, " পৃথিবীতে এত সুন্দর জিনিসও দেখা যায় ! আমি কী বোকা ! জবাফুলটার মতো হয়ে কী হবে ? ওটার তো খালি একটা রং , আমি বরং ওই সাত রঙের পটি বাঁধা ধনুকটার মতো হব । সবাই আমাকে দেখে কত আনন্দ পাবে ! "
পনেরো দিন পর…
আজ তার সেই ইচ্ছেপূরণের দিন । গুটি ভেঙে বেরিয়ে এল সে , তার গায়ে রামধনুর সেই সাতটা রং শোভা পাচ্ছে । সে ডানা মেলে দিল আর হারিয়ে গেল নীল দিগন্তে সেই রামধনুকের খোঁজে…
গল্প লিখেছেঃ
মৃন্ময়ী ঘোষ,
অষ্টম শ্রেণি, তালডাংরা বালিকা উচ্চ বিদ্যালয়,তালডাংরা, বাঁকুড়া
গ্রাফিকঃ মিতিল