' আজ খুব গরম', মনে মনে ভাবছিলাম। হঠাৎ চোখ পড়ল বারান্দায় দাদুর আরাম কেদারা আর পাখার উপর। আমি এক ছুটে চলে গেলাম পাখার কাছে। তারপর পাখার সুইচ অন্ করে আরাম করে বসলাম দাদুর আরাম কেদারার উপর। হাওয়া খেতে খেতে হঠাৎ আকাশের দিকে চোখ পড়ল। দেখলাম ছোট কী যেন একটা উড়ে যাচ্ছে। কিন্তু সেটা ঠিক কী, তা বোঝা যাচ্ছিল না! উঠে গিয়ে বাবার দেওয়া দূরবীন নিয়ে এলাম। সেটা চোখে নিয়ে উড়ন্ত বস্তুটির দিকে তাকিয়ে দেখলাম - একটা ছোট রকেট। অবাক হয়ে ভাবলাম 'এত ছোট একটা রকেট কোথা থেকে এলো !' ভাবতে ভাবতেই সেটা আমাদের বাড়ির বাগানে এসে নামল। ওটা থেকে নেমে এলো একটা অদ্ভুত দেখতে বড় শুঁয়োপোকার মত প্রাণী। তারপর সেটা আমার দিকে এগিয়ে এসে পরিষ্কার বাংলা ভাষায় বলল " হ্যালো, আমার নাম 'পিকু'। আমি আসছি তোমাদের গ্রহ থেকে অনেক দূরের এক গ্রহ থেকে। তোমার নাম কি ? " আমি বললাম, " আমার নাম শ্রীমেধা চক্রবর্তী।" পিকু জিজ্ঞাসা করল " চক্রবর্তী কি ? " আমি বললাম, " চক্রবর্তী হল আমার পদবী , তোমার নেই ? " পিকু বলল " না।" গল্প করতে করতে ও বলল " তুমি কখনও ' রামধনুর দেশে ' গেছ ? " আমি জিজ্ঞাসা করলাম " না গো , সেটা কোথায় , অনেক দূরে ? " ও বলল " দূরে কেন হবে , ঐ রামধনুর ভেতরে । " আমি বললাম " ও , তা কী করে যাব ? ও বলল " এই যে আমার রকেটে চড়ে ।" আমি খুব খুশি হলাম । তারপর ও আমাকে ওর রকেটে চড়িয়ে নিয়ে গেল ' রামধনুর দেশে ' । ওখানে গিয়ে আমি তো অবাক ! সবকিছুই যেন একটু বেশি রঙিন । ঠিক যেন এক একটি রামধনু । ঠিক তখনই একটা বনরুই (পিপীলিকাভুক) আমাদের কাছে ছুটে এলো । ওকে দেখে আমি অবাক হয়ে গেলাম ! ওর গায়ের আঁশগুলি সাত রঙে রাঙানো । সে পিকুর কাছে এসে বলল "কেমন আছো বন্ধু ?" পিকু বলল "ভাল আছি বন্ধু ।" তারপর আমাকে দেখিয়ে বলল, "এই হল আমার নতুন বন্ধু, শ্রীমেধা ।" বনরুইটা আমার দিকে তাকিয়ে বলল "হ্যালো, আমার নাম 'পিপলি' , তুমি একটু দাঁড়াও " বলে ও কোথায় যেন চলে গেল । আমি পিকুকে জিজ্ঞাসা করলাম " ও কোথায় গেল ?" পিকু বলল "এখনি দেখতে পাবে ।" তখনি পিপলি একটা রাখি নিয়ে ফিরে এলো । ও রাখিটা আমার হাতে পরিয়ে দিল । আমি বললাম "এটা কী? আমাকে এটা কেন পরালে?" ও বলল " আমাদের দেশে নতুন কেউ এলে বা নতুন বন্ধু হলে আমরা তাকে এভাবেই স্বাগত জানাই ।" তারপর আমরা তিনজন মিলে অনেক খেললাম ও গল্প করলাম । হঠাৎ আমার প্রিয় বন্ধু সৌমিলির গলা শুনতে পেলাম । আর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙ্গে গেল । জেগে দেখি আকাশে সত্যিই খুব সুন্দর রামধনু উঠেছে । হাতের দিকে তাকিয়ে আমি অবাক ! ভাবলাম ' হাতে রাখি কিভাবে এলো ! ঠিক তখন সৌমিলি বলে উঠল " আমি তো রাখি পরালাম, তুই কখন পরাবি ? আজ যে রাখি ।" আমি সুন্দর স্বপ্নটা ভাবতে ভাবতে সৌমিলির জন্য রাখিটা আনতে গেলাম ।
গল্প লিখেছেঃ
শ্রীমেধা চক্রবর্তী
পঞ্চম শ্রেণি, হোলি চাইল্ড গার্লস হাই স্কুল, কলকাতা
গ্রাফিকঃ মিতিল