ক্লাস থ্রি এর রুকু কলকাতার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র, যদিও বাংলা সাহিত্যের গোয়েন্দাদের সাথে সুসম্পর্ক থাকার জন্য বাংলাটাও তার বেশ দখলে। এখন লকডাউনের জন্যে অনলাইনে পড়তে হচ্ছে। ও ভেবেছিল ছুটিটা বেশ নতুন ক্রেয়নগুলো দিয়ে ছবি এঁকে কাটাবে। ধুর! সব মাটি হয়ে গেল।
আজ সকালে পড়তে বসে ওর তেমন মন ছিল না। লাইফ সাইন্স বইটার হরিণ আর কলাগাছ খাদ্যরত হাতিটার গায়ে পেন্সিল দিয়ে শেড দিচ্ছিল। আর ভাবছিল,"ধ্যাত! পুজোতে এবছর দাদা, দিম্মা আর মামার সাথে লে যেতাম। কত ইন্টারেস্টেড ছিলাম কার্গিল যাবো গাড়িতে লে থেকে। ইস!"
ইতিমধ্যেই স্কুলের পড়া শেষ। কিছুক্ষন পরে মায়ের অনুমতি নিয়ে ক্যামেরাই আপলোড করা ছবিগুলো দেখছিল, বেশির ভাগই সব বেড়াতে যাওয়ার আর ক্যামেরাম্যান রুকু বেশির ভাগ ছবি তুলেছে প্রকৃতির- টিউলিপ, ক্ষেত ভর্তি সূর্যমুখী, মাছরাঙা, গিরের সিংহ- এইসব। বড্ড মিস করছে ও এইগুলোকে।
গল্প লিখেছেঃ
অস্মিতা গাঙ্গুলি
অষ্টম শ্রেণি, কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস্ হাই স্কুল
গ্রাফিকঃ মিতিল