সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

২০২০। বন্ধুদের নিউ ইয়ার গ্রিটিংস দিয়েই শুরু ক্লাস সিক্সের পড়াশোনা সাথে খেলাধূলা দিদিভাই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বাড়িতে গুরুগম্ভীর পরিবেশ, বেশি কথা বলাও নিষেধ যেখানে সেখানে ব্যাট-বলের আওয়াজ করা মানেই পিঠে স্কেলের বাড়ি তাই স্কুল ই একমাত্র জায়গা যেখানে বন্ধুদের সাথে উদ্দাম খেলায় হাঁপাতে হাঁপাতে প্রাণভরে অক্সিজেন নেওয়া যায় ।

হঠাৎই কোভিড১৯, সবকিছু এলোমেলো, করোনা ভাইরাস, লকডাউন , অক্সিজেন এখন মাস্ক পরে নেওয়ার নির্দেশ মিডিয়া জুড়ে শুধু করোনা প্রতিরোধে এটা কোরো না আর ওটা কোরো না । পড়াশোনাও শুরু অনলাইনে, বাড়িতে মায়ের স্মার্ট ফোন টা দিদিভাই এর কাছেই বেশি থাকে ,দুজনের এক ফোনে পড়াশোনা মারামারিতেই কাটে, বাধ্য হয়েই বাবা একটা ল্যাপটপ নিয়ে আসে। এখন সেখানে পড়াশোনার শেষে ইউটিউব আর গুগল ঘেঁটে পর্বতমালার প্রাকৃতিক সৌন্দর্য আর নানারকম ফুলের ছবি রংতুলি তে এঁকে নতুন নতুন কার্ড বানাতে ভালোই লাগছে।

নতুন আশার আলো নিয়ে আসবে আগামী বছর আমার বানানো গ্রিটিংস দিয়েই শুরু হবে কোভিড পরবর্তী নতুন ক্লাস আর ভাঙা ব্যাটে বাউন্ডারি মারার আনন্দ।

 

গল্প লিখেছেঃ
আদিত্যসোম চাকী
ষষ্ঠ শ্রেণি, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল

গ্রাফিকঃ মিতিল

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা