তুলোর মেঘের ছুটল ভেলা, সোনা রোদে ভাসছে দিন
মনটা কেমন ঢাকের বোলে, উঠছে নেচে তা ধিন ধিন।
শাখা নদীর জল কমেছে, বালির চরে লুটোপুটি
কাশের বনে ঢেউ উঠেছে, চলেই এলো পুজোর ছুটি ।
উঠছে সেজে ঠাকুর দালান, আঁকছে কুমোর মায়ের চোখ
ফুটছে টগর শিউলি ছাতিম, নতুন জামাও সবার হোক।
ঘুরতে যাওয়ার বায়না হবে, গল্পের বই ডাকছে 'আয়'
রঙিন ছবি, রঙিন কমিক্স, হিসেব কি আর করা যায়?
মা সাজছেন, মা আসছেন, ফুটছে হাসি সবার মুখে
রাত জেগে সব খাটছে যারা, তাদের পুজোও কাটুক সুখে।
কী বলছ ফের? স্কুলের পড়া? পুজোর ছুটির খুশির মাঝে?
পুজোয় যদি না পাও মজা, যাও না বাপু নিজের কাজে!
ছবিঃ মিতিল