এক জায়গায়, কতগুলি ময়ূরের পালক পড়ে ছিল।
এক দাঁড়কাক, নিজেকে ময়ূরের মত সুন্দর দেখানোর জন্য, সেই পালকগুলি তুলে নিজের গায়ের পালকের ফাঁকে ফাঁকে গুঁজে নিল। তারপর অন্য দাঁড়কাকেদের কাছে গিয়ে বলল, তোরা অতি নীচ আর কুৎসিত, তোদের সঙ্গে আমি মিশব না। এই বলে, গালাগালি দিয়ে, সে ময়ূরের দলে মিশতে গেল।
ময়ূরেরা তাকে দাঁড়কাক বলে বুঝতে পারল। সকলে মিলে, তার গা থেকে একটা একটা করে পালক খুলে নিয়ে তাকে এমন ঠোকরাতে থাকল যে, দাঁড়কাক যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারপরে, সে আবার নিজের দলে মিশতে গেল।
তখন,দাঁড়কাকেরা ঠাট্টা করে বলল, ওরে নির্বোধ! তুই ময়ূরের পালক পেয়ে, ময়ূরের দলে মিশতে গিয়েছিলি। সেখানে নাকাল হয়ে আবার আমাদের দলে মিশতে এসেছিস। তুই বড়ই নির্লজ্জ।
এইভাবে, যথেষ্ট অপমান করে, তারা সেই নির্বোধ দাঁড়কাককে তাড়িয়ে দিল।
ছবিঃ শিল্পী ঘোষ