এক সিংহ ঘুমাচ্ছিল।
একটা ইঁদুর, সেই পথ দিয়ে যাচ্ছিল। সে সাহস করে সিংহের নাকের ফুটোর মধ্যে ঢুকে গেল। ইঁদুর নাকের ফুটোয় ঢোকামাত্র সিংহের ঘুম ভেঙে গেল।
পরে, ইঁদুর বেরিয়ে এলে, সিংহ খুব রেগে গেল এবং তাকে মেরে ফেলতে চাইল।
ইঁদুর ভয় পেয়ে বলল, মহারাজ, আমি না জেনে অপরাধ করে ফেলেছি, আমায় ক্ষমা করুন, আমাকে মেরে ফেলবেন না। ইঁদুরের কাতর মিনতি শুনে সিংহ দয়া করে ইঁদুরকে ছেড়ে দিল।
এই ঘটনার কিছুদিন পরে, সিংহ, এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে শিকারির জালে ধরা পড়ল; সে অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। প্রাণ বাঁচানোর জন্য সিংহ গর্জন করতে লাগল।
সিংহ যে ইঁদুরের প্রাণরক্ষা করেছিল, তার বাসা কাছাকাছিই ছিল। সে নিজের প্রাণদাতার গলার স্বর চিনতে পারল। তাড়াতাড়ি ছুটে এসে সে জাল কেটে ফেলল, আর খুব অল্প সময়ের মধ্যেই সিংহকে মুক্তি দিল।
শিল্পীঃ শিল্পী ঘোষ