দুই বন্ধু বেড়াতে বেরিয়েছিল।
হঠাৎ সেখানে একটি ভালুক এসে উপস্থিত হল। দুই বন্ধুর মধ্যে একজন খুব বেশি ভয় পেয়ে কাছের একটা গাছের ওপর উঠে পড়ল। কিন্তু সে একবারও ভাবল না, তার বন্ধুর কী হবে।
অন্য বন্ধুটি দেখল আর কোনো উপায় নেই। সে মড়ার মত মাটিতে শুয়ে পড়ল; কারণ সে শুনেছিল, ভালুক মরা মানুষ ছোঁয় না।
ভালুকটি কাছে এসে তার নাক, কান, মুখ, চোখ, বুক শুঁকে দেখে, তাকে মৃত ভেবে চলে গেল।
ভালুক চলে গেলে , প্রথম বন্ধু গাছ থেকে নেমে এসে দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করল, ভালুক তোমাকে কী বলে গেল?
দ্বিতীয় বন্ধু বলল, ভালুক আমাকে বলে গেল যে, যে বন্ধু বিপদের সময়ে তোমাকে ফেলে পালায়, তাকে আর কখনও বিশ্বাস কোরো না।
ছবিঃ শিল্পী ঘোষ