পাখিটার রং নীলচে। ও হলো ভালোপাখি, সবাইকে ভালোর খবর শোনায়। দুনিয়ার আনাচেকানাচে যেখানে যা ভাল খবর খুঁজে পাওয়া যায়, ভালোপাখি ঠোঁটের আগায় সেই খবর গেঁথে নিয়ে উড়ে যায় একপ্রান্ত থেকে আরেক প্রান্তে।
কী ভাবছ? ভালোপাখি আবার কী পাখি? এমনটা হয় নাকি কখনও? হয় গো হয়, বিশ্বাস করলেই হয়। আশেপাশে আনাচেকানাচে কোথায় কী ভাল খবর পাওয়া যাচ্ছে, চোখকান খোলা রেখে খোঁজো তো দেখি! দেখবে আমরাই একেকজন সব ভালোপাখি হয়ে গেছি, টুকরো টুকরো ভাল খবর এর ওর কাছে পৌঁছে দিয়ে গড়ে তুলছি একটা ভাল পৃথিবী।
ছবি এঁকেছেঃ
সুকন্যা চ্যাটার্জি
সপ্তম শ্রেণি, সেন্ট জোসেফ্স্ কনভেন্ট হাই স্কুল, চিত্তরঞ্জন
ছবির সঙ্গে ভাবনাঃ ইচ্ছেকলম