রোদ্দুরের মধ্যে বৃষ্টি শুরু হলে বা বৃষ্টির মধ্যে রোদ্দুর উঠলে আকাশের এপার থেকে ওপার জুড়ে যে সাতরঙা রামধনু ওঠে সেই রামধনুর রাজ্যে যেতে ইচ্ছে করে তোমার? আইভি চট্টোপাধ্যায়ের গল্পের বই 'রামধনুর দেশে' যেন আমাদের সেই রামধনুর রাজ্যে নিয়ে গিয়ে হাজির করে।
ছোটোবেলায় পড়া রূপকথারা আমাদের সারাজীবনের স্মৃতিসঙ্গী। ছোট্ট পাঠকের ছোট্ট পৃথিবীর মধ্যে আছে কত শহর, কত গ্রাম, কত দেশ। নদী-পাহাড়-সমুদ্র। কতরকম মানুষ। গাছপালা-পশু-পাখি। বড়ো হয়ে ওঠার যাত্রাপথে যদি ছোটোবেলাটা সঙ্গী হয়ে থাকে, তাহলে অনেক সমস্যা, অনেক দুঃখ-কষ্ট, অনেক মনখারাপ চোখের পলকে কোথায় যেন হারিয়ে যায় আর মন রামধনুর সাত রঙে রঙিন হয়ে ওঠে।
দেবতাদের আর তাঁদের বাহনদের রোজের জীবনযাপন, মানুষিপনা নিয়ে মজার গল্প 'বাহন নিয়ে সাতকাহন'। বইয়ের প্রথম গল্প এটি। এ ছাড়াও তিতলি, তুতুল, বাঘু, মুনিয়াপাখি সবাই মিলে রামধনুর দেশের আকাশ বাতাস ভালো লাগায় ভরিয়ে তুলেছে । দুর্গাপুজোর মেলায় ছেলেধরার খপ্পরে পড়ার পর ঋষির কী হল, কে তাকে উদ্ধার করল? তা জানতে হলে পড়তে হবে অতনু গাঙ্গুলির সুন্দর প্রচ্ছদ আর অলংকরণে সেজে ওঠা বই 'রামধনুর দেশে'। কে বলতে পারে, এই গল্পগুলোর ডানায় চড়ে তুমিও পৌঁছে যেতে পারো সেই রূপকথার রাজ্যে!
রামধনুর দেশে/ আইভি চট্টোপাধ্যায়
পরম্পরা প্রকাশন
১২৫ টাকা