ছোটোদের জন্য লেখালেখির ক্ষেত্রে অনিতা অগ্নিহোত্রী বেশ সুপরিচিত নাম। লালমাটি প্রকাশন থেকে প্রকাশিত তাঁর 'ছোটোদের গল্পসমগ্র' বইটা সে-রকমই বেশ কিছু গল্পের সংকলন। এই সংকলনে যেমন রয়েছে 'রজনীবাবুর দোকান'-এর মতো এক আশ্চর্য দোকান আর তার মালিক রজনীবাবুর কথা, তেমনি আবার আছে তোমাদেরই মতো একটি বাচ্চা ছেলে আকিম-এর নানা কাণ্ডকারখানা, তার অভিজ্ঞতার গল্প। আকিম কীভাবে বড়ো হল, পরিকন্যে আর দ্বীপের মানুষদের সঙ্গে তার কীভাবে পরিচয় হল আর তারপর কীভাবে একদিন আকিম নিরুদ্দেশ হয়ে গেল সেই সব কথা নিয়েই লেখা আকিমের গল্পগুলো।
'রতন মাস্টারের পাঠশালা' গল্পে আছে ছোট্ট সেই ছেলেটির কথা যে তার গ্রামের সব পড়ুয়াকে পড়াত। খুদে 'রতন মাস্টার'-এর সবাইকে শিক্ষিত করার স্বপ্ন কতটা সফল হয়েছিল গল্পটা পড়লেই তোমরা তা জানতে পারবে। আর কে বলতে পারে, তোমাদের মধ্যে কেউ একদিন 'রতন মাস্টার' হয়ে উঠবে না?
'জয়রামের সিন্দুক' বইয়ে হাসি-মজা, মনকেমন করা, ছোটোবেলার স্মৃতি মিলিয়ে মিশিয়ে তোমাদের জন্য আছে অনেকগুলো গল্প।
এ-রকমভাবেই সমাজের প্রান্তবাসী মানুষদের কথা, বিচিত্র অরণ্য-পর্বত-নদীর বিবরণ লেখিকার নানা স্বাদের রচনাতে ছড়িয়ে আছে।
ছোটোদের গল্পসমগ্র/অনিতা অগ্নিহোত্রী
লালমাটি প্রকাশন
২০০টাকা