সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
ছোটদের গল্পসমগ্রঃঅনিতা অগ্নিহোত্রী

ছোটোদের জন্য লেখালেখির ক্ষেত্রে অনিতা অগ্নিহোত্রী বেশ সুপরিচিত নাম। লালমাটি প্রকাশন থেকে প্রকাশিত তাঁর 'ছোটোদের গল্পসমগ্র' বইটা সে-রকমই বেশ কিছু গল্পের সংকলন। এই সংকলনে যেমন রয়েছে 'রজনীবাবুর দোকান'-এর মতো এক আশ্চর্য দোকান আর তার মালিক রজনীবাবুর কথা, তেমনি আবার আছে তোমাদেরই মতো একটি বাচ্চা ছেলে আকিম-এর নানা কাণ্ডকারখানা, তার অভিজ্ঞতার গল্প। আকিম কীভাবে বড়ো হল, পরিকন্যে আর দ্বীপের মানুষদের সঙ্গে তার কীভাবে পরিচয় হল আর তারপর কীভাবে একদিন আকিম নিরুদ্দেশ হয়ে গেল সেই সব কথা নিয়েই লেখা আকিমের গল্পগুলো।

'রতন মাস্টারের পাঠশালা' গল্পে আছে ছোট্ট সেই ছেলেটির কথা যে তার গ্রামের সব পড়ুয়াকে পড়াত। খুদে 'রতন মাস্টার'-এর সবাইকে শিক্ষিত করার স্বপ্ন কতটা সফল হয়েছিল গল্পটা পড়লেই তোমরা তা জানতে পারবে। আর কে বলতে পারে, তোমাদের মধ্যে কেউ একদিন 'রতন মাস্টার' হয়ে উঠবে না?

'জয়রামের সিন্দুক' বইয়ে হাসি-মজা, মনকেমন করা, ছোটোবেলার স্মৃতি মিলিয়ে মিশিয়ে তোমাদের জন্য আছে অনেকগুলো গল্প।

এ-রকমভাবেই সমাজের প্রান্তবাসী মানুষদের কথা, বিচিত্র অরণ্য-পর্বত-নদীর বিবরণ লেখিকার নানা স্বাদের রচনাতে ছড়িয়ে আছে।

ছোটোদের গল্পসমগ্র/অনিতা অগ্নিহোত্রী
লালমাটি প্রকাশন
২০০টাকা

ইংরেজি সাহিত্যের ছাত্র অনমিত্র রায়ের পথ চলার সঙ্গী গানের সুর,ছবির রং আর চারপাশ ঘিরে থাকা চেনা-অচেনা মানুষজন, পশুপাখি, গাছপালা—বিচিত্র জীবনধারা। কলম দিয়ে ছবি আঁকেন বাইরের জগৎ, মনের জগৎ-- দুইয়েরই। কখনো কবিতায়, কখনো গদ্যে।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা