"বলতো লালু আকাশখানা কেন এমন নীল?
কারণটা কি একই রঙের জলে ভরা খাল-বিল?
ভাবখান তো এমন করিস
তোর কাছেতেই আছে যেন-
সব উত্তরের হদিস !"
"ওই যে হোথায় গাছের ওপর বসেছে এক ছেলে-
দেখা যাক, উত্তরটা যদি ওরই কাছে মেলে-"
"আপন মনে গান গাইছে-
তোর প্রশ্নের উত্তর দিতে
ওর যে ভারি বয়েই গেছে !"
"কিন্তু নীলু উত্তরটা জানা যে জরুরী-
কার কাছেতে এখন, প্রশ্নটা ফের করি?"
"ফুল-ফল আর সবুজ পাতায় ভরা
এই যে বুড়ো গাছ-
বেশ মিশুকে- এঁকে বোধহয় প্রশ্নটা যায় করা !"
" এই প্রশ্নের উত্তর আমি দিই বা কেমন করে?
উত্তর তো আকাশরানী নিজেই দিতে পারে-"
আকাশপানে চেয়ে, গাছ বললেন হাঁকি-
"ওহে আকাশরানী
লালু-নীলু জানতে চাইছে উত্তর দাও দেখি।"
"সত্যি এ রঙ আমার প্রিয় ভারি-
তাই তো পড়ি আকাশী নীল শাড়ি,
কিন্তু মাঝে মাঝে , লাগলে একঘেয়ে -"
হেসে বলেন আকাশরানী,
"রামধনু রঙ চাদরখানা জড়িয়ে ফেলি গায়ে"
অনুবাদঃ চাঁদের বুড়ি
ছবিঃ অনিশা থাম্পি