নৌকো ভেসে যায় নদীর কূলে
জাহাজ ভেসে চলে সাগরজলে
আকাশের বুকে ভাসে মেঘের ভেলা
জল, মেঘ, আকাশের লুকোচুরি খেলা।
নদীর দু-পার জোড়া মস্ত সাঁকো
দেখে দেখে ছবিখানি মনে এঁকে রাখো
সাতরঙা রামধনু আকাশের গায়
গাছপালা, ঘরবাড়ি সবের মাথায়
মাঠঘাট নদীনালা সব কিছু ছাড়ি
মাটি থেকে আকাশের পথ দেয় পাড়ি।
( কৃস্টিনা রোসেটির 'দ্য রেইনবো' অবলম্বনে )
ছবিঃ মহাশ্বেতা রায়