আকাশ ছোঁয়া বনকে দেখি হাত নেড়ে ডাক দিচ্ছে
তখন পাখির মিষ্টি ভাষা শিখতে জাগে ইচ্ছে।
বুনোহাঁসের পাখনা মেলে ইচ্ছে অনেক উড়তে,
পাহাড়, নদী, সবুজসিঁড়ি ছুঁয়ে ছুঁয়ে ঘুরতে;
মেঘের ঢেউয়ে কাটতে সাঁতার, চাঁদের আলোয় ডুবতে
রংধনু রং মেখে মুখে দুঃখকে চাই ভুলতে।
পঙ্খীরাজে, নাগর দোলায় চড়ে খুঁজি শৈশব
আম কুড়ানো, কুল কুড়ানোর সুখের দিন ঐ সব।
বকের সারির মতো ওড়া পাল তোলা নাও ডাকতে
নদীর পাড়ে ঘুরে বেড়াই, ব্যস্ত থাকি আঁকতে।
গরু-মোষের গাড়ি চড়ে প্রকৃতিকে বুঝতে
কোমর কষে নেমে পড়ি হারানো দিন খুঁজতে।
লাঠি খেলা, জারিগানের হারিয়ে যাওয়া তাল কি
পাবো খুঁজে – আর পাবো কি বউ চড়া সেই পালকি ?
সুঁইয়ের ফোঁড়ের নকশি কাঁথা, আরো এমন গল্প
মাঝে মাঝেই ভাবিয়ে তোলে বেশি কিংবা অল্প।
শৈশব
- বিস্তারিত
- লিখেছেন তোফায়েল তফাজ্জল
- ক্যাটfগরি: ছড়া-কবিতা