আমার জীবনে তোমার জীবনে
কতো আশা,
এসব তুমি ভাগ করছ
দিয়ে ভালোবাসা।
আমার আশা পূরণের জন্য তুমি
কতো কষ্ট করেছ,
হে আল্লাহ তুমি আমায়
এমন মা দিয়েছ।
মায়ের চেয়ে আপন
নেইকো কেউ,
যার মা নেই
তার মনে দু:খের ঢেউ।
আমার মা একাই
কতো কি!
মাকে ছাড়া আমি যে
কিভাবে থাকি।
যদি কেউ বলে আমায়
মাকে ছাড়া হবে থাকতে,
তখন কী আর
বাকি থাকে কাঁদতে।
মাগো,তুমি আমার
জীবনের সাথী,
তোমার সাথে যদি
করি কাটাকাটি,
তারপরে, আবার তোমার সাথে
করি মাতামাতি।
মাগো আমি তোমায়
খুব ভালোবাসি।
লিখেছেঃ
শেখ আজওয়াদ জিসান
পঞ্চম শ্রেণি, গোলকীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ,বাংলাদেশ
ছবিঃ ডাল-ই-এ আই পদ্ধতি