ওহে বসন্ত!
কিশোরেরা সবাই এখন দুরন্ত!
এখন হবে সব সুখের জীবন,
আজ সবার মনে ভালো হবার পণ।
বসন্তে সবাই ভালো
এটা সুখের আলো!
আসছে দেখ দখিনা বাতাস,
এটাই তো বসন্তের আভাস,
এটাই তো আমার প্রিয় বসন্ত,
গাছপালা সবকিছু যেন জীবন্ত।
শান্তি শান্তি শুধু করব শ্রবণ
বসন্তের বাতাসে ভালো হয় মন,
খারাপ লোকের সাথে করতে হয় না রণ,
কারণ সবাই করেছে ভালো হবার পণ।
লিখেছেঃ
শেখ আজওয়াদ জিসান
পঞ্চম শ্রেণি, গোলকীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ,বাংলাদেশ
ছবিঃ মিডজার্নি এ আই