ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না।
আয় আয় আয় আয় সে রসের সুধায় হৃদয় ভর্-না ॥
সেই মুক্ত বন্যাধারায় ধারায় চিত্ত মৃত্যু-আবেশ হারায়,
ও সেই রসের পরশ পেয়ে ধরা নিত্যনবীনবর্ণা ॥
ছবি এঁকেছে
নাফিসা বেগম
অষ্টম শ্রেণি
দারুল হুদা অ্যাকাডেমি, ভীমপুর বীরভূম, পশ্চিমবঙ্গ
ছবির সঙ্গে ভাবনাঃ রবীন্দ্রনাথ ঠাকুর