আজ সকালে মা'র ডাকে ঘুম ভাঙ্গলো । উঠে মনটা খুব খুশি হয়ে গেল। আজকে যে রাখিপূর্ণিমা । ঘরে টেবিল পাখাটা বন্ধ করে নিচে গেলাম। তখনই মনটা খারাপ হয়ে গেলো। মা দাদাই কে বলছিল লকডাউন চলছে। তাই ঐশী'র দাদা রাখি পরতে আসতে পারবে না। খেতে খেতে ভাবলাম যদি আমার কাছে একটা রকেট হত তাহলে ওটা করে দাদা'র কাছে চলে যেতাম। কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছিল, বাগানে গিয়ে দেখলাম আমার জবা ফুলের গাছটা তে ফুল ফুটেছে। দেখে খুব খুশি হলাম। হঠাৎ পায়ের নিচে খুব ব্যাথা লাগলো, দেখলাম একটা শুঁয়োপোকার শুঁয়ো আটকেছে। আমি লাফিয়ে ঝাঁপিয়ে ঘরে ঢুকলাম। মা শুঁয়োগুলো সরাতে ব্যস্ত হয়ে গেলো। আমি চেয়ারে বসে কাঁদতে কাঁদতে দেখলাম আমার বাগানে পোঁতা টমেটো গাছটা অনেক বড় হয়ে গেছে। তারপর হঠাৎ নজর গেলো বিকেলের আকাশে বৃষ্টি কমার পরে একটা অনেক বড়ো রামধনু বেরিয়েছে। মনে হলো রামধনুটা আমার আকাশ হয়ে দাদার আকাশ অবধি চলে গেছে। তাই রামধনুকে বললাম আমার দাদাকে রাখিটা পৌঁছে দিবি?
গল্প লিখেছে আর ছবি এঁকেছেঃ
অদ্রীশা আচার্য্য,
চতুর্থ শ্রেণি, মুম্বই
( অদ্রীশা আমাদের খুব সুন্দর একটা চিঠি লিখেছে, কিন্তু নিজের স্কুলের নাম লিখে পাঠাতে ভুলে গেছে )