ছোট্ট গাঁয়ের ধারে ছোট্ট নদী, তার পাড়ে এক একলা জেটি, সারাদিন চুপটি করে পড়ে থাকে। আশপাশে তার কেউ নেই আর, কেবল একটা ন্যাড়া গাছ। দুজনেই নিজের নিজের জায়গা ছেড়ে একচুলও নড়তে পারে না। তবুও, কী করে যেন একলা জেটি আর একলা গাছের ভাব হলো একদিন। তারপর গল্পে আড্ডায় কেটে গেল অনেকটা সময়! কারও আর একলা লাগে না, বন্ধু আছে যে! গল্পের শেষে ন্যাড়া গাছে পাতা এল, নানান দেশ থেকে পাখি এল কত! একলা জেটিতে দেশবিদেশের নৌকো এসে ঘাঁটি গাড়তে লাগল, সবমিলিয়ে সে এক জমজমাট অবস্থা! দুই বন্ধু কিন্তু এই ব্যস্ত দিনেও একে অন্যকে ভুলে যায়নি! চাঁদের আলোয় হোক, বা ঝকঝকে সকালে, দুজনে দুজনের দিকে তাকিয়ে ঝলমলে হাসি হাসবেই! আর তাতেই দিনগুলো হয়ে ওঠে আরও উজ্জ্বল।
ছবি এঁকেছেঃ
ঋতচিৎ ঘোষ,
দশম শ্রেণি, জি বি মেমোরিয়াল ইন্স্টিটিউশন, সরসুনা, কলকাতা
ছবির সঙ্গে ভাবনাঃ ইচ্ছেকলম