এক যে ছিল ছোট্ট ছেলে নামটি যে তার রবি
লেখার জোরে হয়ে গেল সে-ই বিশ্বকবি।
মোটেই ভালো লাগত না তার যেতে যে ইস্কুল
মন ছোটে তার কোন সুদূরে সব কাজে হয় ভুল।
গানের গলা ছিল যে তার বরাবরই মিষ্টি
সেই সুরেরই হাত টি ধরে করল নানা সৃষ্টি।
বড়ো হল, অনেক বড়ো নাম ছড়ালো বিদেশ
তার ভাবনার প্রভাবেতে বদলে গেল স্বদেশ।
ভুবন জোড়া হল খ্যাতি লিখে 'গীতাঞ্জলি'
নোবেল নিয়ে জগৎ জুড়ে সবার বলাবলি।
তারই হাতে লেখা হলো প্রথম ছোট গল্প
এত কথাও বলা যে যায় লিখে এত অল্প!!
এক যে ছিল ছোট্ট ছেলে আঁকতো ভালো ছবি
কে জানতো সে হয়ে যাবে সবার বিশ্বকবি।।
ছবিঃ ডাল-ই এ আই পদ্ধতি