কালবোশেখীর আকাল এখন তাই
আকুল হয়ে বসে আছি বৃষ্টির অপেক্ষায়।
টুপ-টাপ-টুপ বৃষ্টি যখন পড়ে
কোণের টবে বেলকুঁড়িটা আলতো মাথা নাড়ে।
ঝিরিঝিরি ধারায় যখন নামে
ক্ষণিক আরাম ছড়িয়ে পড়ে শহরে আর গ্রামে।
ঝম-ঝমা-ঝম এগিয়ে যখন আসে ---
শুকনো মাটি প্রাণ ফিরে পায় তার স্নেহ পরশে।
বড্ড গরম, আর কী পারা যায়!
আয় বর্ষা, তাড়াতাড়ি চলে আয়।
ছবিঃ মিতিল