খেলাঘরখেলাঘর

 আয় বৃষ্টি ঝেঁপে আয় বৃষ্টি ঝেঁপে
মেঘের মুঠোয় জলের কণা
ধর না রে তুই চেপে ;
পূবের হাওয়ায় লাগল দোলা
উঠল পাতা কেঁপে|

আয় বৃষ্টি ঝেঁপে
মেঘমুঠিতে বাষ্পকণা
দিসনা যেন মেপে ;
ধানক্ষেত তার সবুজ নিয়ে
উঠুক ফুলে ফেঁপে |

আয় বৃষ্টি ঝেঁপে
মেঘের ভেলায় ভেসে ভেসে
ধরার বুকে সঁপে ;
নীল আকাশের রং লুকিয়ে
উঠুক আকাশ ক্ষেপে |

আয় বৃষ্টি ঝেঁপে
মেঘবুকেতে এঁকে বেঁকে
রংতুলিতে ছেপে ;
বৃষ্টি আমার বর্ষামায়ের
কোল আলো কর রূপে |

 

আয় বৃষ্টি ঝেঁপে
মেঘবাড়ীর ঐ জলশাড়ি পর
হাওয়া-নূপুর সন্ধ্যে-দুপুর
রিমঝিম গান টুপুর-টাপুর
বর্ষামায়ের মেয়েগুলো সব
আয় না তোরা ঝেঁপে |

 

 

 

 

ইন্দিরা মুখার্জি
কলকাতা

ইন্দিরা মুখার্জি নিয়মিত বিভিন্ন কাগুজে পত্রিকা এবং ওয়েবম্যাগাজিনে নিয়মিত লেখালিখি করেন। কবিতা-গল্প-ভ্রমণকাহিনী লেখা ছাড়াও, রসায়নশাস্ত্রের এই ছাত্রীর পছন্দের তালিকায় রয়েছে ভাল বই পড়া, ভ্রমণ, সঙ্গীতচর্চা এবং রান্না-বান্না। 'প্যাপিরাস' ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ইন্দিরা মুখার্জির সম্প্রতি বেশ কয়েকটি বিভিন্ন স্বাদের বই-ও প্রকাশিত হয়েছে।