আয় বৃষ্টি ঝেঁপে মেঘের মুঠোয় জলের কণা ধর না রে তুই চেপে ; পূবের হাওয়ায় লাগল দোলা উঠল পাতা কেঁপে| আয় বৃষ্টি ঝেঁপে মেঘমুঠিতে বাষ্পকণা দিসনা যেন মেপে ; ধানক্ষেত তার সবুজ নিয়ে উঠুক ফুলে ফেঁপে | আয় বৃষ্টি ঝেঁপে মেঘের ভেলায় ভেসে ভেসে ধরার বুকে সঁপে ; নীল আকাশের রং লুকিয়ে উঠুক আকাশ ক্ষেপে | আয় বৃষ্টি ঝেঁপে মেঘবুকেতে এঁকে বেঁকে রংতুলিতে ছেপে ; বৃষ্টি আমার বর্ষামায়ের কোল আলো কর রূপে | আয় বৃষ্টি ঝেঁপে মেঘবাড়ীর ঐ জলশাড়ি পর হাওয়া-নূপুর সন্ধ্যে-দুপুর রিমঝিম গান টুপুর-টাপুর বর্ষামায়ের মেয়েগুলো সব আয় না তোরা ঝেঁপে | |
ইন্দিরা মুখার্জি
কলকাতা