বাঁচি ছেড়ে হাঁফ
কালকে রাতে ঘুম ভেঙেছে হঠাৎ কিসের ডাকে
তাকিয়ে দেখি দাঁড়িয়ে কে যে দুই গরাদের ফাঁকে
ড্যাবড্যাবিয়ে তাকিয়ে আছে আমার দিকে চোখ
ভেবেছিলাম হয়তো বুঝি অচেনা এক লোক ।
লোকটা কোথা ? দাঁড়িয়ে সেথা একটা পাজি শেয়াল
যেই ভেবেছি তাড়িয়ে দেব হঠাৎ এলো খেয়াল
লাঠি কোথায় ? তাড়াই কিসে ? রাত যে এখন দুপুর !
দুচোখ মুছে তাকিয়ে দেখি আমার পোষা কুকুর
দুইপা তুলে দাঁড়িয়ে আছে সজল করুণ চোখে
ভাবছি যখন দরজা খুলে জড়িয়ে ধরি বুকে
আস্ত কুকুর মেকুর হয়ে বাইরে দিল লাফ
স্বস্তিতে শ্বাস ফেলে তখন বাঁচি ছেড়ে হাঁফ ।
জামাল ভড়
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা
- বিস্তারিত
- লিখেছেন জামাল ভড়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
ব্যাং বুড়ির গপ্পো
ব্যাঙ বুড়ি গো ব্যাঙ বুড়ি
গল্প তুমি জানো?
রাজকন্যা রাজপুত্তুর
আর দত্যি-দানো
ফোকলা হেসে বললে বুড়ি
-জানি,জানি,জানি,
লালকমল নীলকমল
আর রাক্ষসী-রানি
এই না বলে হাই তুলে সে
চোখটি দিল বুজে;
দুই কানে দুই পদ্ম ডাঁটি
আপনি দিল গুঁজে
আমি বললাম গল্প বল
ঘুমিয়ে গেলে নাকি?
বলল তেড়ে দুর হয়ে যা
খালি পড়ায় ফাঁকি।
দ্বৈতা গোস্বামী
গুরগাঁও, হরিয়ানা
- বিস্তারিত
- লিখেছেন দ্বৈতা হাজরা গোস্বামী
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
আয় বৃষ্টি ঝেঁপে
আয় বৃষ্টি ঝেঁপে মেঘের মুঠোয় জলের কণা ধর না রে তুই চেপে ; পূবের হাওয়ায় লাগল দোলা উঠল পাতা কেঁপে| আয় বৃষ্টি ঝেঁপে মেঘমুঠিতে বাষ্পকণা দিসনা যেন মেপে ; ধানক্ষেত তার সবুজ নিয়ে উঠুক ফুলে ফেঁপে | আয় বৃষ্টি ঝেঁপে মেঘের ভেলায় ভেসে ভেসে ধরার বুকে সঁপে ; নীল আকাশের রং লুকিয়ে উঠুক আকাশ ক্ষেপে | আয় বৃষ্টি ঝেঁপে মেঘবুকেতে এঁকে বেঁকে রংতুলিতে ছেপে ; বৃষ্টি আমার বর্ষামায়ের কোল আলো কর রূপে | আয় বৃষ্টি ঝেঁপে মেঘবাড়ীর ঐ জলশাড়ি পর হাওয়া-নূপুর সন্ধ্যে-দুপুর রিমঝিম গান টুপুর-টাপুর বর্ষামায়ের মেয়েগুলো সব আয় না তোরা ঝেঁপে | |
ইন্দিরা মুখার্জি
কলকাতা
- বিস্তারিত
- লিখেছেন ইন্দিরা মুখোপাধ্যায়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা