
নিজে নিজে নতুন কিছু বানাতে কার না ভালো লাগে? এসো, শিখে নিই কেমন করে, খুব সহজেই বানানো যায় একটা ভেড়া আকারের পেন স্ট্যান্ড।

উপকরণ -
ক) ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ।
খ) সাদা কাগজ।
গ) সাদা শক্ত কাগজ।
ঘ) আঠা, সেলোটেপ, রঙ, পেন্সিল, কাঁচি।
ঙ) তুলো
পদ্ধতি

বড়দের সাহায্যে বোতলটা ঢাকনার নীচের অংশ থেকে কেটে নাও।

সাদা কাগজ দিয়ে আঠার সাহায্যে বোতলটা মুড়ে নাও।

শক্ত সাদা কাগজে ভেড়ার মুখ আর কান এঁকে নিতে হবে। তারপর রঙ করে নাও।

এবার কাঁচি দিয়ে ভেড়ার মুখ আর কান কেটে নাও।

এবার সাদা কাগজে মোড়া বোতলের গায়ে সেলোটেপ আর আঠা দিয়ে ভেড়ার মুখ আর কান আটকে দাও।

সাদা তুলো দিয়ে মাঝারি আকারের বল বানাও।তারপর সেই বল ভেড়ার মুখ আর কানের চারপাশে আঠা দিয়ে লাগিয়ে দিলেই ভেড়া পেনস্ট্যান্ড তৈরি।