বড় নাতনি : দাদু,তোমার মুখটা কেমন
লাগছে বুড়ো,বুড়ো ?
কোটরে চোখ,ভাঁজ গালেতে,
চুলটা উড়ো উড়ো !
দাদু: বয়েস হলো,অনেক গুলো,
ষাট গেল পেরিয়ে,
তোর মাম্মি,আমার মেয়ে,
তবু আছি দেখ দাঁড়িয়ে।
ছোট নাতনিঃতুমি কেন আমার মত
পড়া লেখা করো না ?
যাওনা স্কুল,কাঁধে তোমার
বইয়ের বোঝা ধরো না ?
নেই কো টিচার,আচার বিচার,
পড়া শোনার বালাই,
বড় অবাধ্য,নেই সাধ্য
কেমনে তোমায় চালাই ?
বড় নাতনিঃ দিদার কথা শোন না কো,
ঝগড়া শুধু করবে,
এটা নয়,ওটাও নয়--
কেবল বায়না ধরবে !
দাদু : দিদুন আমায় ধমকায়--
দেখিস না সে দৃশ্য ?
ঠাকুর ঘরে দেয়না যেতে
আমি কি অস্পৃশ্য ?
বড় নাতনী: ও দাদু ! কাঁদছ না কি--
চোখ করছে ছলছল ?
দাদু: সময় যাচ্ছে,বয়েস হচ্ছে--
হচ্ছি আমি দুর্বল।
ছোট নাতনী:কেঁদো না, সবাইকে আমি
দেবো ভীষণ বকে,
দেখবে তখন তোমার জন্যে
দিদুনেরও জল চোখে!