মানুষের উপর উড়ে পাখি ,
পাখির নিচে হাঁটে মানুষ।
মানুষ উড়ে টাকায়,
পাখি উড়ে পাখায়।
মানুষ দিওয়ানা টাকার,
পাখি খাবার, উড়ার দিওয়ানা।
পাখি বাঁচায় পরিবেশ,
মানুষে ধ্বংস পরিবেশ।
মানুষ হয় খারাপ,
পাখি হয়না খারাপ।
কবিতা লিখেছেঃ
কাজী তাকবির আহমাদ
তৃতীয় শ্রেণি, চিওড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
চিওড়া(কাজী বাড়ি), চৌদ্দগ্রাম, কুমিল্লা
ছবিঃ পিক্সাবে