খাতার পাতায় যতই লিখি,
মনটা ততই চায় -
বুকটা করে উড়ু - উড়ু
প্রানটা আমার যায়।
প্রানটা আমার গেল
দুপুর হল,
খেলার সময় এল -
বিকেল হলে মনটা আমার
ইচ্ছে করে দিই গো ছুট সাথে তোমার,
কী মজা, কাল আসবে মামা আমার।
কিছুতেই আর মন বসে না ঘরেতে,
ইচ্ছে করে মনটা আমার দেশ- বিদেশ ঘুরতে।
দেখতে দেখতে সন্ধ্যে হল,
দিনটা আমার কেটেই গেল।
কবিতা লিখেছেঃ
বিক্রম চক্রবর্তী
সপ্তম শ্রেণি, শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন, শ্রীরামপুর, হুগলি
ছবিঃ পিক্সাবে