বছরঘুরে আবার এল আরেক বড়দিন-
ঠাণ্ডা হাওয়া কাঁপিয়ে দিচ্ছে হাড়,
বাগান জুড়ে ফুটছে যত হরেক রকম ফুল,
বাজারেতে কমলালেবুর পাহাড়।
সান্টাবুড়ো আসবে নাকি স্লেজগাড়িতে চেপে,
আনবে সবার জন্য উপহার-
রং-পেন্সিল, চকোলেট আর খেলনা, পুতুল, গাড়ি-
লিস্টিতে তার নাম আছে সব্বার ?
শুধুমাত্র খেলনা-পুতুল-জামা-পেন্সিল নয়,
সান্টাবুড়োর কাছে রাখি আলাদা আব্দার
সবার মন কে করে দাও তুমি এই অ্যাত্ত বড় -
সেটাই যে আজ খুব বেশি দরকার।
সবার যেন তোমার মত মনটা বড় হয়,
যেন পরের দুঃখে মন কাঁদে সবার,
সবাই যেন ভাগ করে নেয় কষ্ট কিংবা খুশি,
গায়ের কাপড়, মাথার ছাদ আর পাতের গরম খাবার।
আহা,এমন দিনের স্বপ্ন, দেখছি আমরা সবাই-
দুনিয়াজুড়ে সবার জন্য একই উপহার-
তেমন হলে প্রতিদিন-ই যে হবে 'বড়দিন'!
সান্টা , তুমি শুনছ কথা আমার?
ছবিঃ চন্দ্রিমা ঘোষ