হাজার ইচ্ছে-বেলুন ধরে আকাশ দেব পাড়ি-
ভাবছি ইচ্ছে-দেশেই এবার বানাব ঘরবাড়ি!
ইচ্ছে-নদী সেইখানে বয় মেঘের ফাঁকে ফাঁকে,
আমার বন্ধু ইচ্ছামতী সেই দেশেতেই থাকে,
ইচ্ছে হলেই নীল আকাশে ডানা মেলতে পারি,
সঙ্গে যাবে লাল-নীল রঙ বন্ধু ইচ্ছে-ঘুড়ি;
ম্যাওপুষিটাও সঙ্গে যাবে চড়ে মেঘের ভেলা,
মেঘের দেশের পাখপাখালি করবে সাথে খেলা।
সেই দেশেতে চাঁদের বুড়ি চরকা কেটে চলে,
সাতটি রঙা সুতোয় বুনে নানা গল্প বলে,
দিন-রাত্তির সেসব গল্প শুনব আমি বসে,
বন্ধু ইচ্ছামতী সদাই থাকবে আমার পাশে।
এসে গেল আরেকটা নতুন বছর। ইংরেজি ২০১৬ সাল।
এই নতুন বছরে,
তোমার মনের যত ভাল ইচ্ছে, সবগুলি পূরণ হোক;
তোমার সাথে ইচ্ছামতীর বন্ধুত্ব আরো সুদৃঢ় হোক , এটাই চাই।
সবার জন্য রইল অনেক শুভেচ্ছা ও ভালবাসা।
ছবিঃ ত্রিপর্ণা মাইতি