আমরা শিখব কীভাবে সহজে নিজেদের খেলার জন্য বা ছোট্ট ভাই বোনেদের জন্য রঙিন সুন্দর স্পেসশিপ বানিয়ে ফেলতে পারি।
১. একটা স্পেসশিপ বানাতে আমাদের লাগবে একটা টয়লেট পেপার রোল (কার্ডবোর্ডকে রোল করেও নেওয়া যায়), তিনটে রম্বস আকৃতির কার্ডবোর্ডের টুকরো (যেকোনও ফেলে দেওয়া বাক্স থেকে কেটে নেওয়া যায়), কাঁচি, আঠা, পছন্দমত রঙিন কাগজ।
২. পেপার রোলের মাপে একটুকরো কাগজ কাটতে হবে যেটা দিয়ে রোলটির গা মুড়ে দেওয়া হবে। তিনটি রম্বস মুড়ে ফেলার জন্য কাটতে হবে ওই মাপের ছয়টি রঙিন কাগজের টুকরো। এরপর দুটি ছোট বৃত্ত আর দুটি মাঝারি বৃত্ত এঁকে সেই মাপের কাগজ কেটে নিতে হবে। আর লাগবে বড় বৃত্তাকার একটি কাগজের টুকরো, এর এক চতুর্থাংশ কেটে বাদ দিতে হবে। স্পেসশিপের মাথায় নিজেদের পছন্দমত চিহ্ন লাগাতে পারো। আমরা যেমন তারার মত আকারে বানিয়েছি আমাদের চিহ্ন।
৩. মাপমতো কাটা রঙিন কাগজ আঠা দিয়ে পেপার রোল আর রম্বসে আটকানো হলো। আর তিন চতুর্থাংশ বৃত্তটিকে জুড়ে শঙ্কুর আকার দেওয়া হলো।
৪. এবার ছোট আকারের বৃত্তগুলোকে আঠা দিয়ে মাঝারি বৃত্তগুলোর গায়ে আটকাতে হবে। তারপর সেটা লাগাতে হবে পেপার রোলের গায়ে।
৪. আরেকটা কাজ করতে হবে। রম্বসগুলোর একটা বাহুতে মাঝবরাবর কাঁচি দিয়ে অল্প করে চিরে দিতে হবে। একইভাবে পেপার রোলের যেদিকে রম্বসগুলো লাগানো হবে সেদিকে তিন জায়গায় অল্প করে চিরে দিতে হবে।
৫. শেষ কাজ হল পেপার রোলের চেরা অংশের মধ্যে রম্বসের চেরা অংশগুলোকে ঢুকিয়ে দেওয়া। আর পেপার রোলের মাথায় ভাল করে আঠা লাগিয়ে শঙ্কু আকৃতির কাগজগুলো বসিয়ে দেওয়া। ব্যস, তৈরি হয়ে গেল আমাদের স্পেসশিপ।