মা গো! আমায় বল্তে পারিস কোথায় ছিলাম আমি-
কোন্ না-জানা দেশ থেকে তোর কোলে এলাম নামি?
আমি যখন আসিনি, মা তুই কি আঁখি মেলে
চাঁদকে বুঝি বল্তিস-ঐ ঘর-ছাড়া মোর ছেলে?
শুকতারাকে বল্তিস কি, আয় রে নেমে আয়-
তোর রূপ যে মায়ের কোলে বেশি শোভা পায়।
কাজলা দিঘির নাইতে গিয়ে পদ্মফুলের মুখে
দেখ্তিস কি আমার ছায়া, উঠ্ত কাঁদন বুকে?
গাঙে যখন বান আস্ত, জান্ত না মা কেউ-
তোর বুকে কি আসতাম আমি হয়ে স্নেহের ঢেউ?
কবিঃ কাজী নজরুল ইসলাম
ছবিঃ ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকু্রের 'শিশু'র অনেকগুলি কবিতা 'দ্য ক্রিসেন্ট মুন' নামের ইংরেজি সংকলনে তাঁরই অনুবাদে প্রকাশিত হয়। সেই বইয়ের অনেকগুলি অলঙ্ক্ররনের মধ্যে একটি ছিল এই ছবিটি। এটি নন্দলাল বসুর আঁকা।