সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

প্রভাতী

ভোর হলো
দোর খোলো
    খুকুমণি ওঠ রে !

ঐ ডাকে
যুঁই-শাখে
    ফুল-খুকী ছোট রে !

রবি মামা
দেয় হামা
    গায়ে রাঙা জামা ঐ,

দারোয়ান
গায় গান
    শোনো ঐ "রামা হৈ !"

ত্যাজি' নীড়
ক'রে ভীড়
    ওড়ে পাখী আকাশে,

এন্তার
গান তার
    ভাসে ভোর বাতাসে !

চুল্ বুল্
বুল্ বুল্
     শিশ্ দেয় পুষ্পে,

এইবার
এইবার
     খুকুমণি উঠবে !

খুলি' হাল
তুলি' পাল
     ঐ তরী চল্ লো,

এইবার
এইবার
     খুকু চোখ খুল্ লো !

আল্ সে
নয় সে
     ওঠে রোজ সকালে,

রোজ তাই
চাঁদা ভাই
     টিপ দেয় কপালে !

উঠ্ ল
ছুট্ ল
    ঐ খোকাখুকী সব,

"উঠেছে
আগে কে"
    ঐ শোনো কলরব !

নাই রাত
মুখ হাত
    ধোও, খুকু জাগো রে !

জয় গানে
ভগবানে
     তুষি' বর মাগো রে !

ছড়াঃ কাজী নজরুল ইসলাম

ছবিঃ চান্দ্রেয়ী সেন

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা