গোলাপকে ত গোলাপ বলেই জানতাম রে ভাই,
এখন শুনি বলছে সবাই আপেল নাকি তাই ।
নাসপাতিটাও গোলাপ হ'ল,
শোন হে সব্বাই;
টোপাকুল কি গোলাপ ফুল ?
হয়ত হবে তাই ।
লক্ষ্মীটি তুই এবার বল,
গোলাপ হবে কোন সে ফল -
তুই তো ছিলি গোলাপ আমার,
যেন থাকিস তাই ।।
(রবার্ট ফ্রস্টের 'দ্য রোজ ফ্যামিলি'- এর অনুবাদ।)
গোলাপ কাহিনী
- বিস্তারিত
- লিখেছেন পল্লব চট্টোপাধ্যায়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা