পুরোনোকে বিদায় দাও, নতুনকে ডাকো -
মডার্ন দুর্গা আসবেন, তোমরা সবাই দেখো!
চারিদিকে যখন বিজ্ঞানের প্রভাব
দুর্গাপুজোরও হবে এক নতুন রূপে আবির্ভাব।
দেখবে তোমরা মহিষাসুরের রোবোটিক রূপ -
ভয় পেয়ে কিন্তু হয়ে যেও না চুপ!
হাতে তার থাকবে ট্যাব, দশ ইঞ্চি স্ক্রীন
পিছনে কিন্তু থাকবে লেখা, মেড ইন চীন
প্রযুক্তিকেই সে ব্যবহার করবে অশুভ কাজে -
তাই মা আসবেন এবার এক্কেবারে নতুন সাজে।
নতুন রূপ, নতুন শৈলী, নতুন টেকনোলজি -
ভবিষ্যতের দুর্গাকে দেখে নেবে আজই।
হাতে আইফোন, কানে হেডফোন নিয়ে, আসবে গণেশ-কার্তিক,
লক্ষ্মী-সরস্বতীর স্টাইল দেখে - হলিউডের অভিনেত্রীরাও চমকে যাবে ঠিক।
বাহনরাও কেন যাবে যে বাদ -
মডার্ন বাহনরা এবারে করবে বাজিমাত।
মহাদেবও আছেন হোয়াটস্ অ্যাপ আর ফেসবুকে,
চ্যাট করতেই ব্যস্ত তিনি, কথা নেই মুখে।
কিন্তু যতই মডার্ন হোক ঠাকুর কিংবা দুর্গাপুজো,
শারদোত্সবে কিন্তু আমরা সকলে সমানভাবে মেতে উঠি আজও..
ছবিঃ নিজের লেখার সাথে ছবি নিজেই এঁকেছে দীপায়ন