থিম, প্রতিমা, প্যান্ডেল, আলোকসজ্জা,
এইসব নিয়েই এখনকার দুর্গাপুজা!
পুজোটা হয়েছে এক প্রতিযোগিতা -
এই নিয়ে মেতে থাকবে সারা কলকাতা।
পুরোনো সেই সাবেকিয়ানা, কোথায় এখন,
সেই সব দিনগুলো ফিরবে কখন?
ভক্তি দিয়ে পুজো এখন কি আর হয়?
দুর্গাপুজোটা শুধুই এক ছুটির সময়!
প্যান্ডেলে-প্যান্ডেলে মানুষের ঢল
এ যেন প্যান্ডেল নয়, এক বিরাট শপিং মল!
এই যখন হয়েছে এখনকার প্রথা -
বাদ দাও আমার কথা।
প্রতিবছর আসবে দুর্গাপুজা
তাই সবাই একসাথে করো মজা।
এখনকার দুর্গাপুজো
- বিস্তারিত
- ক্যাটfগরি: ইচ্ছেমতন
দীপায়ন কলকাতার নব নালন্দা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। দীপায়ন শুধু ভাল ছবি আঁকে না, কবিতা আর গল্পও লেখে। গল্পের বই পড়তে ভালবাসে। বড় হয়ে চিত্রকর অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চায় দীপায়ন। বেশ কিছুদিন ধরে ইচ্ছামতীর পাতায় নানাধরণের গল্পের সাথে দারুণ সব ছবি আঁকছে দীপায়ন।