
থিম, প্রতিমা, প্যান্ডেল, আলোকসজ্জা,
এইসব নিয়েই এখনকার দুর্গাপুজা!
পুজোটা হয়েছে এক প্রতিযোগিতা -
এই নিয়ে মেতে থাকবে সারা কলকাতা।
পুরোনো সেই সাবেকিয়ানা, কোথায় এখন,
সেই সব দিনগুলো ফিরবে কখন?
ভক্তি দিয়ে পুজো এখন কি আর হয়?
দুর্গাপুজোটা শুধুই এক ছুটির সময়!
প্যান্ডেলে-প্যান্ডেলে মানুষের ঢল
এ যেন প্যান্ডেল নয়, এক বিরাট শপিং মল!
এই যখন হয়েছে এখনকার প্রথা -
বাদ দাও আমার কথা।
প্রতিবছর আসবে দুর্গাপুজা
তাই সবাই একসাথে করো মজা।