বছর বছর দুর্গাপুজোয় -
প্রতিমা, সাজসজ্জা সবই যখন বদলাচ্ছে
বাহনগুলো কেন বাদ যাচ্ছে?
নতুন পূজোয়
না থাকবে সিংহ, না থাকবে ইঁদুর,
থাকবে না পেঁচাও, থাকবে না ময়ুর।
দাও না রে ভাই ওদের একটু বিশ্রাম
নতুন নতুন যান বাহনকে করব সবাই ওয়েলকাম
এ বছর কার্ত্তিকের বাহন হবে ‘ফেরারি’
উফ্! কি - সুন্দর গাড়ি!
রয়াল-এনফিল্ড চড়ে আসবেন গণেশ মহাশয়
সেই দেখে তাঁর ইঁদুর খুব রেগে যায়।
স্কুটি চড়ে আসবেন মা লক্ষ্মী -
আর প্লেনে চড়ে আসবেন দেবী সরস্বতী।
মার্সিডিস-এ চড়ে আসবেন মহিষাসুরমর্দিনী -
সবার শেষে মহিষাসুর চড়বেন বড় একটা লড়ি।
এই সব বদল দেখে মহাদেব যান ক্ষেপে,
তাই তিনি আসেন বিএমডব্লু-তে চেপে!
এইরকম যদি হয় আগামীকালের দুর্গাপুজা
তাহলে তো হবে জমজমাট মজা।
বাহন বদল
- বিস্তারিত
- ক্যাটfগরি: ইচ্ছেমতন
দীপায়ন কলকাতার নব নালন্দা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। দীপায়ন শুধু ভাল ছবি আঁকে না, কবিতা আর গল্পও লেখে। গল্পের বই পড়তে ভালবাসে। বড় হয়ে চিত্রকর অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চায় দীপায়ন। বেশ কিছুদিন ধরে ইচ্ছামতীর পাতায় নানাধরণের গল্পের সাথে দারুণ সব ছবি আঁকছে দীপায়ন।